কোনোভাবেই বাজে সময়কে বিদায় জানাতে পারছিল না জুভেন্টাস। ব্যর্থতা দিয়ে শুরুর পর মাঝ মৌসুমে এসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তুরিনের ওল্ড লেডিরা। উঠে এসেছিল পয়েন্ট টেবিলের ওপরের দিকে। সে সুখ বেশিদিন রইল না। অনিয়মের কারণে জরিমানার কবলে পড়ায় নিচের দিকে নেমে যেতে হলো ইতালিয়ান সিরিএ’র জায়ান্টদের।
দশে নেমে গেছে তুরিনের বুড়িরা
Read More:_মিথ্যাচারের দায়ে জরিমানা, দশে নেমে গেল জুভেন্টাস
জুভেন্টাসের বিরুদ্ধে মিথ্যাচারের মাধ্যমে আর্থিক হিসাব সমৃদ্ধ করার অভিযোগ এনেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন, আইএফএফ। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতালির প্রথম সারির দলটিকে জরিমানাস্বরূপ ১৫ পয়েন্ট কেটে দিয়েছে সংস্থাটি। সেই সাথে ক্লাবটির বর্তমান ও অতীত মিলিয়ে মোট ১১ জন পরিচালককে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে আইএফএওফ বিষয়টি নিশ্চিত করেছে।
গত নভেম্বরে নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেন জুভেন্টাসের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহ-সভাপতি পাভেল নেদভেদ। এরপরও নিষেধাজ্ঞা থেকে রেহাই মিলছে না এই দুই ফুটবল সংগঠকের। তাদের ওপর যথাক্রমে দুই বছর ও আট মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।