নাসিরের ওপর নজর রাখছেন নির্বাচকরা

অমিত সম্ভাবনা নিয়ে ২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের হয়ে পথচলা শুরু করেন নাসির হোসেন। দারুণ পারফরম্যান্স দিয়ে অল্প সময়েই সবার মন কেড়ে নেন রংপুরের এই ক্রিকেটার। তবে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। অফফর্মের কারণে নির্বাচকদের আস্থা হারান। ২০১৮ সালের জানুয়ারির পর আর লাল সবুজের জার্সিতে ম্যাচ খেলা হয়নি নাসিরের।

nasir hossainনাসির হোসেন

Read More:_নাসিরের ওপর নজর রাখছেন নির্বাচকরা

জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগেও অনিয়মিত হয়ে পড়েন নাসির। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও বেশ বিতর্কের মুখে পড়েন। সব মিলিয়ে গত কয়েক বছর ভালো যায়নি তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের গত আসরে দল পাননি। তবে বিপিএলের এবারের আসর যেন তার হয়ে কথা বলছে।

দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টের চলমান আসরে ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির। মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না রাজধানী পাড়ার ফ্র‍্যাঞ্চাইজিটির। তবে থেমে নেই নাসির। ব্যাটে বলে নাসির নিজের পুরনো সত্ত্বাকে খুঁজে পেতে চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ছয় ম্যাচে করেছেন ২৬৯ রান। ৬৬ রানের ইনিংসটা তার সর্বোচ্চ। এছাড়া অফ স্পিনে শিকার করেছেন সাত উইকেট। সব মিলিয়ে সময়টা দারূণ পার করছেন এই ব্যাটিং অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *