নতুন ঠিকানায় সুইস গোলরক্ষক

সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন ইয়ান সোমার। গত মাসে শেষ হওয়া কাতার বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। তাকে দলে টানার সুযোগ পেয়ে হাতছাড়া করেনি বায়ার্ন মিউনিখ। সুইজারল্যান্ড গোলরক্ষকের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে জার্মান ক্লাবটি।

yann sommer
বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন ইয়ান সোমার

advertisement

javascript:false

লিগ প্রতিদ্বন্দ্বী বরুসিয়া মনচেনগ্লাডব্যাচ থেকে সোমারকে উড়িয়ে আনতে বায়ার্ন মিউনিখের খরচ হচ্ছে আট মিলিয়ন ইউরো। মূলত ম্যানুয়েল ন্যুয়ারের বিকল্প হিসেবেই তাকে দলে টেনেছে বাভারিয়ান ক্লাবটি। স্কিইং দুর্ঘটনার শিকার হয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন গোলরক্ষক।

দুর্ঘটনার শিকার হয়ে জার্মান গোলরক্ষকের হাত ভেঙে গেছে। কার্যত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ন্যুয়ার। সহসা যে তিনি মাঠে ফিরতে পারবেন না তা একপ্রকার নিশ্চিত। তাতে বিপদে পড়ে যায় বায়ার্ন মিউনিখ। এ কারণেই সোমারকে উড়িয়ে এনেছে তারা। বৃহস্পতিবার তার সঙ্গে চুক্তি হয়েছে বায়ার্নের।

advertisement

bayern back to winবায়ার্ন মিউনিখের উদযাপন

চুক্তি অনুসারে ২০২৫ সালের জুন পর্যন্ত এলিয়েঞ্জ এরিনায় থাকবেন অভিজ্ঞ এই গোলরক্ষক। মূল বেতন ছাড়াও দেড় মিলিয়ন ইউরো বোনাস পেতে পারেন সোমার। তথ্যটি নিশ্চিত করেছেন ইতালিয়ান বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সোমারকে দলে টানতে পেরে ভীষণ খুশি হয়েছে বায়ার্ন।

Read More:_নতুন ঠিকানায় সুইস গোলরক্ষক

ক্লাবের প্রধান নির্বাহী অলিভার কান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ইয়ান সোমারকে স্বাগত জানাই। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রিক্রুট। কারণ আন্তর্জাতিক পর্যায়ে তিনি অনেক অভিজ্ঞ এবং অনেক বছর ধরে বুন্দেসলিগায় খেলছেন। আমি নিশ্চিত সোমারকে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’

নতুন ঠিকানায় যেতে পেরে ৩৪ বছর বয়সী সোমারও খুশি। তার ভাষায়, ‘এটা অনেক বড় এবং শক্তিশালী একটা ক্লাব। আমরা একে অন্যের বিরুদ্ধে বহুবার খেলেছি। এই ক্লাবের গুণাবলি এবং শক্তিমত্তা সম্পর্কে আমি ভালোভাবেই জানি। বায়ার্ন মিউনিখের অংশ হতে পেরে আমি গর্বিত।’

ন্যুয়ার মাঠের বাইরে থাকায় বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান ন্যাগেলসম্যানের প্রথম গোলরক্ষক হিসেবে খেলবেন সোমার। কার্যত নতুন সতীর্থদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন তিনি। অপেক্ষায় আছেন অভিষেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *