দুইরকম জয়ে শেষ আটে বার্সা-রিয়াল

প্রত্যাশিত জয় দিয়ে স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে বার্সা যতটা সহজে শেষ আটে জায়গা পেয়েছে, ততটাই কঠিন পরীক্ষা দিতে হয়েছে রিয়ালকে। বৃহস্পতিবার রাতে অ্যাড কুয়েটাকে ৫-০ গোলে চূর্ণ করেছে বার্সা। অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

barcelona real madridবার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

advertisement

javascript:false

ভিয়ারিয়ালের মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। চার মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন এতিয়েন ক্যাপ। ৪২ মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল। জোড়া ধাক্কা খাওয়ার পর সফরকারী রিয়ালের জন্য ম্যাচটা কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। হারের আশঙ্কায় পড়ে কার্লো আনচেলত্তির দল।

কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য একটা রিয়াল মাদ্রিদকে দেখা গেল। ৫৭ মিনিটে ভিনিচিয়াস জুনিয়র ভিয়ারিয়ালকে একটি গোল ফিরিয়ে দেন। ১২ মিনিট পর এডার মিলিতাওর গোলে সমতায় ফেরেন আনচেলত্তির শিষ্যরা। ৮৬ মিনিটে ড্যানি সোবাল্লোসের গোলের ওপর দাঁড়িয়ে থ্রিলার জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ।

advertisement

বার্সা অবশ্য হেসেখেলেই জয় পেয়েছে। তবে গোল উৎসবের ম্যাচে কাতালানদের শুরুটায় অবশ্য ভুগতে হয়েছে। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। প্রথম গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি।

স্কোরার শিটে নাম তোলেন আনসু ফাতি ও ফ্র্যাঙ্ক কিসি। দ্বিতীয়জন অবশ্য দলের প্রথম দুই গোলেও অবদান রেখেছিলেন। পুঁচকে কুয়েতার ওপর বার্সার ঝড় থামে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন লেভা।

Read More:_দুইরকম জয়ে শেষ আটে বার্সা-রিয়াল

রিয়াল-বার্সা ছাড়াও শেষ আটে উঠেছে রিয়াল সোসিয়েদাদ, সেভিয়া, ভ্যালেন্সিয়া, অ্যাথলেটিক বিলবাও, ওসাসুনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আজ কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *